গ্রেট ডিপ্রেসনের পথে ভারতসহ সমগ্র বিশ্ব
একদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডাড়ের চেয়ারম্যান ক্রিষ্টলিনা জর্জিভা যেমন বলেছেন, আমেরিকা, চীন, জাপান, ব্রাজিল,ভারত সহ বিশ্বের উন্নত এবং উন্নয়ণশীল দেশগুলির অর্থনীতি ঝিমিয়ে পড়েছে, তেমনি রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিবও বলেছেন, বিগত দশ বছরের তুলনায় ব্যাপক সংকটের মুখে পড়েছে রাষ্ট্রসংঘের অর্থব্যবস্থা৷ তা এমনই সংকটাপন্ন যে রাষ্ট্রসংঘকে প্রায় দশহাজার কর্মী ছেঁটে ফেলতে বাধ্য করছে৷ বিশ্বর্থনীতির এই চলচিত্রই বলে দিচ্ছে বর্তমান বিশ্ব চরম এক অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত! হচ্ছে কী হয়েইছে চরম এক অর্থনৈতিক মন্দা সমগ্র বিশ্বের অর্থনীতিকে গ্রাস করেছে৷
- Read more about গ্রেট ডিপ্রেসনের পথে ভারতসহ সমগ্র বিশ্ব
- Log in to post comments