উত্তর কলকাতায় আনন্দমার্গের সেমিনার
গত ২০ ও ২১শে জুলাই উত্তর কলকাতার মোহনবাগান লেন-এ অবস্থিত ‘নোতুন পৃথিবী’ পত্রিকা কার্যালয়ে উত্তর কলকাত ইয়ূনিটের সেমিনার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়৷ পঞ্চাশ অধিক আনন্দমার্গের সদস্য-সদস্যার উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়৷ ২০শে জুলাই প্রভাতসঙ্গীত, মানব মুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজার পর সেমিনার শুরু হয়৷ দু’দিন ব্যাপী সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন ‘আনন্দ প্রাপ্তির পর’ বিষয়ে আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, ‘সামাজিক মূল্য ও মানবিক মৌলনীতি’ বিষয়ে আলোচনা করেন আচার্য সত্যশিবানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূতের আলোচনার বিষয় ছিল ‘আদর্শ সংবিধান কেমন হওয়া উচিত’৷ সাংঘট