প্রিয়তম তুমি মোর
থাকো অবিকার নয় নিরাকার
উপলব্ধিতে তোমাকে চাই,
পঞ্চেন্দ্রিয়র ঊর্দ্ধলোকেতে
কৃপা করে লহ হৃদয়ে ঠাঁই৷
নিত্য নূতন তুমি সনাতন
অপরিণামদর্শী তোমাকে মানি,
অনু থেকে ধরা পরিচালনায়
অলক্ষ্যে রত তাহাও জানি৷
সব কাজে আছো ধরায় বিরাজো
সে’ কথা কাহারো অজানা নয়,
ছাড়িতে চাহিলে ছেড়ে নাহি যাও
তবে কেন পাই অযথা ভয়!
রয়েছো আমার আবেগ উদ্বেগে
শত ভাবনার মধ্য মনি,
হাসি-ক্রন্দনে প্রেম-বন্ধনে
অন্ধ বিবরে হীরকের খনি!
শত সমস্যা যবে বোঝা হয়
- Read more about প্রিয়তম তুমি মোর
- Log in to post comments