এন আর সি-র অজুহাতে বাঙালী বিতাড়ন রুখতে ধর্মতলার সভা থেকে গণ আন্দোলনের ডাক ‘আমরা বাঙালী’র
এন আর সি-র অজুহাতে বাঙালী বিতাড়নের চক্রান্ত, রাজ্যে হিন্দীর আগ্রাসন, রাষ্ট্রীয় সংস্থাগুলিকে পশ্চিমী পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, কেন্দ্রীয় সরকারের বাঙালী বিদ্বেষী আচরণের প্রতিবাদে ১৬ই নভেম্বর ধর্মতলার রাণী রাসমণি রোডে ‘আমরা বাঙালী’ বিশাল সমাবেশের আয়োজন করেছিল৷