২০১৯-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিদায় মেনে নিতে পারছেন না ক্ষুব্ধ জন্টি রোডস্
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স দেখে দুঃখ পেয়েছেন সেই দেশের খ্যাতনামা প্রাক্তন খেলোয়াড় জণ্টি রোডস৷ কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া আর কোনও সাফল্য সাউথ আফ্রিকারএই দলটি অর্জন করতে পারেনি৷ বিশ্বসেরা হবার মত ছাপ রাখতে ব্যর্থ হয়েছে ডুপ্লেসির দল৷
এর কারণ কী? এ প্রশ্ণের উত্তর দিতে গিয়ে অসহিষ্ণু জণ্টি জানালেন দল নির্বাচনটাই ঠিক হয়নি দক্ষিণ আফ্রিকার৷ ডেভিলিয়ার্সের মত খেলোয়াড়কে বাদ দিয়ে এই দল গড়াতে ক্ষুব্ধ দক্ষ ফিল্ডার জণ্টি রোডস৷