উলুবেড়িয়া আনন্দমার্গ চিকিৎসা শিবির
গত ২৯শে জুন উলুবেড়িয়া আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের পক্ষ থেকে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ এই চিকিৎসা শিবিরে ডাঃ চাঁদমোহন পাল ও ডাঃ সমীর সামন্ত বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন ও রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করেন৷ এই শিবিরে শতাধিক রোগীকে পরিষেবা দেওয়া হয়৷
চিকিৎসা শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত সাহা,অমিয় পাত্র রবিন ভৌমিক, অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা, ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা, মহাব্রত দেব, মণিকা ঘড়ুই প্রমুখ৷